Posts

Showing posts from June, 2019

কবিগুরুর দেশে তিনদিন ( পর্ব - ১ ) - বিশ্বভারতী

Image
চারটে পুচকে আর তাদের বাবা মা এই নিয়ে আমাদের ছোট্ট মজাদার গ্রুপ হাঁউ মাঁউ খাঁউ। এই গ্রুপের সদস্যরা যেমন মজাদার তেমনি হুজুগে। এই বাই উঠলো তো সবাই মিলে বসে পড়লো কারোর বাড়িতে আড্ডা মারতে, কখনো বা দলবেঁধে বেরিয়ে পড়লো ঘুরতে। জানুয়ারী মাসের শেষের দিকে এরকমই এক সান্ধ্য আড্ডার আসরে রব উঠলো শীত শেষ হবার আগেই কোথাও একটা যেতে হবে। যেতে তো হবে কিন্তু জায়গা? এমনিতেই এবারে শীত পড়েছে জাঁকিয়ে তারপর অধিকাংশ স্কুলের পরীক্ষা শেষ। সব জায়গাতেই এখন ভ্রমণপিপাসুদের ভিড়। এত তাড়াতাড়ি কোথায় যাওয়া যায়। অবশেষে সবাই মিলে ঠিক করলাম এবার  আমরা যাবো রবি ঠাকুরের দেশ শান্তিনিকেতনে। কিন্তু এতো অল্প সময়ের মধ্যে যেখানেই খোঁজ করি সেখানেই বলে ঠাঁই নাই ঠাঁই নাই।  অবশেষে আমাদের মুশকিল আসান সন্দীপদা মাঠে নেবে পড়লো। আর দুদিনের মধ্যেই প্রান্তিক স্টেশনের কাছে 'নিরিবিলি গেস্ট হাউসে' ফেব্রুয়ারীর ২২ ও ২৩ তারিখ চারটে ঘরের ব্যবস্থা করে ফেললো। ঠিক হলো ২২ তারিখ সকাল সকাল হোটেলে পৌঁছে যাব আমরা। তারপর ২২, ২৩ পুরো দিন থেকে ২৪ তারিখ সকালে lunch করে দুপুরের দিকে কোনো ট্রেনে ফেরা। সাথে সাথে হোটেল মালিকের Account এ টাকা adva...