Posts

Showing posts from June, 2018

তারাপীঠের আশেপাশে (পর্ব-১)

Image
সময়টা May মাসের শেষের দিক। অনেক দিন কোথাও যাওয়া হয়নি। সামনে কোনো ছুটিও নেই। কিন্তু মন মুক্তি চাইছে দৈনন্দিন রুটিনের হাত থেকে। তাই ঠিক করলাম সপ্তাহান্তের ছুটিতে একদিনের জন্য বেরিয়ে আসি তারাপীঠ। হটাৎ সিদ্ধান্ত তার ওপর গরমের ছুটি irctc তে login করে দেখলাম, যা ভেবেছি তাই। AC Waiting List এর লাইন বেশ লম্বা। তবে 2nd class এ বেশ কিছু জায়গা এখনো আছে। সঙ্গে সঙ্গে গণদেবতা এক্সপ্রেসে আমাদের পাঁচ জনের পাঁচটা টিকিট কেটে নিলাম। সেই মত এক শনিবার ভোরবেলায় আমরা সাড়ে চারজন চেপে বসলাম আমাদের সংরক্ষিত আসনে। ঠিক 6টা 05 মিনিটে ট্রেন ছেড়ে দিলো। আগের দিন রাত্রিবেলার কালবৈশাখীর কৃপায় সকালের আবহাওয়াটা বেশ মনোরম, গরমের আধিক্য একেবারেই নেই । ব্যান্ডেল, বর্ধমান, বোলপুর ছাড়িয়ে যখন আমরা রামপুরহাট স্টেশনে পৌঁছলাম ঘড়িতে তখন প্রায় 11টা। হোটেলের check in time বেলা 12 টায়, হাতে বেশ খানিকটা সময় আছে। তাই স্টেশনেই জলখাবার খেয়ে নেবো ঠিক করা হলো।  স্টেশনের গেটের উল্টো দিকেই দেখলাম রয়েছে সুন্দর একটি রেস্টুরেন্ট। এখানেই আমরা পুরী আর ডিম টোস্ট দিয়ে প্রাতরাশ সেরে নিলাম। এরপর দরদস্তুর করে একটা অটোতে করে যাত্রা কর...