রামরাজাতলা (Ramrajatala - Howrah)

রামরাজাতলা, নামটা চেনা চেনা লাগছে কি? South Eastern লাইনে সাঁতরাগাছি স্টেশন নিশ্চয়ই সবাই চেনেন। তার আগের স্টেশনটাই হলো রামরাজাতলা। স্থানীয়রা বলেন রামতলা। জানেন কি জায়গাটার নাম কেনো হয়েছে রামরাজাতলা বা রামতলা। আজ বলবো এই রামরাজাতলার কথা। তা প্রায় ৩০০ বছর আগের কথা। সেই সময় এই জায়গার জমিদার ছিলেন অযোধ্যারাম চৌধুরী। তিনি স্বপ্নাদেশ পান রামচন্দ্রের পুজো করার। সেইমত তিনি উদ্যোগী হন বিশালাকার রামসীতার মূর্তি তৈরি করে পুজো সুরু করতে। কিন্তু বাধ সাধে এলাকার কিছু স্থানীয় মানুষ। কারন রামপুজোর আগে এখানে খুব ধুমধাম করে সরস্বতী পুজো করা হতো। তারা দাবী করেন সরস্বতী পুজোই বড় করে করা হবে। জমিদার মশাই তাদের সাথে আলোচনা করে ঠিক করেন, রামপুজো হবে কিন্তু রাম সীতার মাথায় থাকবেন জ্ঞানের দেবী মা সরস্বতী। আর সরস্বতী পুজোর দিনই রামঠাকুরের মূর্তি তৈরি শুরু করা হবে এবং সেদিনই শুরু হবে রাম ঠাকুরের প্রারম্ভিক পুজো। এই সমাধান উভয়পক্ষ মেনে নেয় ও তখন থেকে শুরু হয় রামপুজোর। সেইমত এখনো সরস্বতী পুজোর দিন নিকটস্থ ষষ্ঠীতলার নির্দিষ্ট বাঁশঝাড় থেকে বাঁশ কেটে সূচনা হয় রামপুজোর। আর রামের মূর্তির উপরে থাকে পাঁচটি স...