সুন্দরবনের দুয়ারে ঝড়খালি (Jharkhali - Sundarban)

ডিসেম্বরের শেষ, ঠান্ডাটাও এবারে পড়েছে বেশ জাঁকিয়ে। হওয়ার মধ্যে ঘুরে বেড়াচ্ছে বেশ একটা উৎসব উৎসব মেজাজ। আমাদের অফিসই বা এই মেজাজের ব্যতিক্রম হবে কেন, রব উঠলো একটা পিকনিক করতে হবে। সেই মত শুরু হলো তোড়জোড় আর আলোচনা। সবার ইচ্ছা একটু নিরিবিলি আর offbit জায়গা। তবে জায়গাটা হতে হবে কোলকাতার কাছাকাছি, যেখানে দিনে দিনে গিয়ে ফিরে আসা যাবে। কারণ আমাদের অনেকজনই আছে যারা বাইরে রাত কাটাতে পারবে না। জায়গা খুঁজতে খুঁজতে আর সকলের পছন্দমত দিন ঠিক করতে করতেই জানুয়ারি মাস কাবার হয়ে গেলো কিন্তু মনের মত জায়গা আর খুঁজে পাওয়া যায় না। অবশেষে বহু আলোচনার পর ঠিক হলো ফেব্রুয়ারির ১১ তারিখ আমরা যাব পিকনিকে। আর জায়গা? জায়গা হলো সুন্দরবনের প্রবেশদ্বার ঝড়খালি। কোলকাতা থেকে দূরত্ব একটু বেশিই (১০০ কি.মি. এর সামান্য বেশি), কিন্তু একদম ভোরবেলা নিজেদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়লে দিনে দিনে ফিরে আসা যেতেই পারে। শুরু হলো তোড়জোড়। প্রথমেই খোঁজ করা হলো মাথা গোঁজার ঠাঁইয়ের। internet ঘেঁটে দেখলাম Royal Sundarban Wild Resort - টি বেশ সুন্দর। ফোন করতে, ওরা বললো আমাদের ১৪ জনের জন্য day booking করে দেবে দুটো কটেজে। আর খাওয়া দা...