Posts

Showing posts from March, 2019

Shantiniketan (Part - 2)

Image
কবিগুরুর দেশে তিনদিন (পর্ব - ২) - শান্তিনিকেতনের আশেপাশে কবিগুরুর দেশে তিনদিন - বিশ্বভারতী পর্বের পর পরেরদিন খুব সকালবেলা ঘুম ভাঙলো পাখিদের ঐক্যবদ্ধ কলতানে। বিছানা ছেড়ে বাইরে বেড়িয়ে এলাম। আগের দিনের ধকলের পর সবাই এখনও ঘুমের দেশে। পূব আকাশে তখন সবে আলো ফুটতে শুরু করেছে। পাশের বাগানটায় তখন প্রচুর পাখি এগাছ থেকে ওগাছে ওড়াউড়ি করছে। হাল্কা শীতের ভোরের স্নিগদ্ধতা মেখে তখন প্রকৃতি প্রস্তুত হচ্ছে আরও একটা সুন্দর দিনকে স্বাগত করার জন্য। এই সময়টা একা একা উপভোগ করতেই বেশি ভালো লাগে। তাই কাউকে আর বিরক্ত না করে চুপচাপ ঘুরতে থাকলাম বাগানের মধ্যে। একসময় পূব আকাশ রাঙিয়ে সূর্যদেব উদিত হলেন। এক এক করে অন্যরাও উঠে পড়লো। ভোরবেলা রিসর্টের বাগানে শুরু হলো বেরোনোর প্রস্তুতি। সাড়ে নটার মধ্যেই সকলে lunch করে তৈরি হয়ে নিলাম। যেহেতু অনেকগুলো বাচ্ছা আছে তাই আমরা আগেরদিনই ঠিক করে রেখেছিলাম দুপুরের খাবার খেয়েই বেরোবো। আর দুপুরবেলা টুকটাক খেয়ে নেবো। এতে বাচ্চাদের খাওয়ানোর চিন্তাটা থাকবে না। সেইমত মাতু সকাল বেলাতেই ভাত বসিয়ে দিয়েছিলো। আর আগেরদিনের মাংস ছিলই তাই দিয়েই ...