বর্ষায় বরন্তি (পর্ব-১)
;)
বর্ষায় বরন্তি (পর্ব-১) আমাদের হুজুগে গ্রূপ হাঁউ মাঁউ খাঁউ এর কথা তো আগেই বলেছি। শান্তিনিকেতন বেড়িয়ে আসার কিছুদিন পর থেকেই প্রাণটা আবার উড়ু উড়ু করতে শুরু করেছে সবার। এদিকে প্রচন্ড গরম। সামনে আবার মেয়েদের পরীক্ষা। কিন্তু বাই যখন উঠেছে কোথাও তো একটা যেতেই হবে। কোথায় যাওয়া যায় তাই নিয়ে আলোচনার শেষ নেই। অবশেষে সন্দীপদা বললো বরন্তি চলো। সবাই একবাক্যে রাজি। মেয়েদের পরীক্ষা শেষ হতে হতে সেই আগস্ট মাস। তার মানে ভরা বর্ষা। যদিও বরন্তি যাবার আদর্শ সময় বসন্ত কাল, কিন্তু বর্ষাতেও বৃষ্টিস্নাত বরন্তির রূপ অসাধারণ। যেমনি ভাবা তেমনি কাজ। মেয়েদের পরীক্ষা শেষ হচ্ছে ৭ই আগস্ট। ১০ ও ১১ শনি রবি, আর ১২ তারিখ ঈদ। অর্থাৎ তিনদিন টানা ছুটি। ঠিক করলাম ১০ই আগস্ট আমরা বেরিয়ে পরবো বরন্তির উদ্দেশ্যে। শুধু বরন্তি নয় তার সাথে ঘুরে নেবো জয়চন্ডী পাহাড়, গড়পঞ্চকোট, পাঞ্চেৎ, মাইথন আর কল্যাণেশ্বরী মন্দিরও। সন্দীপদা বরন্তির Lake Hill Resort -এ ১০ ও ১১ তারিখের জন্য ঘর book করে ফেললো। আর আমি ১০ তারিখ Black Diamond এক্সপ্রেসে আসানসোল অবধি সিট রিজার্ভ করে নিলাম। সাথে সাথে ১২ তারিখ ওই ট্রেনেই কমারডুবি থেকে ফেরার টিকিটও কেটে নি...