নবাবের দেশে (মুর্শিদাবাদ) - পর্ব : ২

আগের পর্বে ( নবাবের দেশে (মুর্শিদাবাদ) - পর্ব : ১ ) আমরা শেষ করেছিলাম জগৎ সেথের বাড়ি দেখে। এবার আমাদের নিয়ে টাঙ্গা ছুটলো জাফর গঞ্জ সমাধির উদ্দেশ্যে। চলতে চলতে পথে দেখলাম এক বিশাল বড় ভগ্নপ্রায় দরজা। আমাদের টাঙাওয়ালা জানালো এই দরজার নাম নিমক হারাম দেউড়ি। এই সেই জায়গা যেখানে সিরাজকে হত্যা করা হয়েছিল। জাফরগঞ্জ সমাধিক্ষেত্র পথ চলতে চলতে একসময় আমরা এসে পৌঁছলাম জাফরগঞ্জ সমাধিক্ষেত্রে। মীরজাফরসহ তার বংশের আরও অনেক নবাব এবং তাদের আত্মীয়রা শায়িত আছেন এখানে। মীরজাফরের সমাধি জাফরগঞ্জ সমাধিক্ষেত্র থেকে বেরিয়ে আমাদের পরবর্তী দ্রষ্টব্য ছিল নশীপুর রাজবাড়ি। কিন্তু আমাদের সারথী বললো তার আগে ও আমাদের আর একটা জায়গায় নিয়ে যেতে চায় যেখানে নাকি সাধারণত কেউ নিয়ে যায় না। জায়গাটা হলো নশিপুর বৈষ্ণব আখড়া। আমরা এককথায় রাজি হয়ে গেলাম ওর সাথে যেতে। সাথে সাথে ও টাঙ্গা ছুটিয়ে দিলো আখড়ার উদ্দেশ্যে। সোনার রথ ৮০ টাকার গাড়ি এখানে এসে মনে হলো যদি না আসতাম সত্যি অনেক কিছু miss করতাম। বৈষ্ণব এই আখড়া হলেও এটা একটা ছোটোখাটো সংগ্রহশালা। এখানে...