শহরের মাঝে প্রকৃতির কোলে (বোটানিক্যাল গার্ডেন)

শনিবার ছুটির দিন, তারপর আবার শীতের দুপুর। ঘরে থাকতে মোটেও মন চাইছে না। কিন্তু যাবই বা কোথায়? সবে বড়দিন গেছে, এখন যেখানেই যাই সেখানেই ভিড়। তখনই মনে পড়লো বোটানিক্যাল গার্ডেন এর কথা। যেমনি ভাবা তেমনি কাজ। মেয়ে আর অর্ধাঙ্গিনীকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম বোটানিক্যাল গার্ডেন ( আচার্য জগদীশচন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক গার্ডেন ) - এর উদ্দেশ্যে।বাড়ির সামনে থেকেই টোটো ধরে চলে এলাম বি গার্ডেন এ। স্কুল জীবনে বহুবার এসেছি এখানে, কিন্তু তারপর মাঝে প্রায় দুদশক পার হয়ে গেছে এখানে আর আসা হয়ে ওঠেনি। ঢোকার জন্য এখন টিকিট লাগে। ভালো maintenance এর জন্যে ব্যবস্থাটা মন্দ নয়। মাথাপিছু ১০ টাকা করে আর camera র জন্য ২০ টাকা। এখন আবার নতুন পালক যুক্ত হয়েছে - ব্যাটারী চালিত গাড়ি। সারা পার্কটা ঘুরিয়ে দেখায়। ...